Tumimoy By Tahsan

Song Title: Tumimoy
Artist: Tahsan Ft Tahsa Tisha
Album: To Airport
Released: 2015
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরও একবার
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে এ দুহাতে আমার।
ভাবনার আকাশটা জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়।
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার, সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি,বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি আশ্রয়।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: