Tumimoy By Tahsan



Song Title: Tumimoy
Artist: Tahsan Ft Tahsa Tisha
Album: To Airport
Released: 2015


সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরও একবার
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে এ দুহাতে আমার।

ভাবনার আকাশটা জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়।

যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার, সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি,বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি আশ্রয়।।

0 comments: