Dur Thekeo (দূর থেকেও) By Siam From Opekkhar Sesh Dine


Title: Dur Thekeo (দূর থেকেও)
Artist: Siam
Drama: Opekkhar Sesh Dine - অপেক্ষার শেষ দিনে
Music: Sajid Sarker
Lyric: Anwar Hossain AdOr



কত কথা না বলেও হয়েছে বলা
তবু কিছু রয়ে গেছে চোখের ভাষায়
আর আমি পারিনি বলতে তোমায়
দিন গুলো কেটে গেছে ভালোবাসায়

হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায় (x২)

দূর থেকেও আমি বাসতে পারি ভালো
তবু কাছের তোমায় লাগে অন্য রকম
ভালো লাগার শুরুটা বুঝি এভাবেই
ভালোবাসা তাই তোমাকেই প্রথম

হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায় (x২)

এখনো আমি তোমাকে ভেবেই দেখি
না দেখা সেই স্বপ্নের আকাশ
আর যখন পারিনা বুঝতে তোমায়
মৌনতায় নেমে আসে দীর্ঘশ্বাস

হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায় (x২)

0 comments: