Hoytoba Bhalobasha
Play Online
Title: Hoytoba
Artist: Aurthohin
Album: Notun Diner Michile
হয়তোবা আমার লেখা, কোনো এক গানের মতই
জোছনা ঘেরা কোনো, নিঝুম এক রাতে
আসবে তুমি আমার কাছে, বলবে আমায় হেসে
সবকিছুই হয়ে গেছে, দেখো আগের
হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না
আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়
হয়তোবা রাত শেষে, ঘুম যখন ভেঙ্গে যায়
বসে থাক তুমি, আমারি আশায়
হয়তোবা আমায় ভেবে, হাওয়ারি মাঝে
হাত বাড়িয়ে দাও চোখের, জল মুছে দিতে
হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না
আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়
আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
আকাশ তোমার সময় হলে, একটু থেমো...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: