Jajabor Pakhna
Song: Jajabor Pakhna
Telefilm: Monkey Business
Lyric: Rajib Ashraf
Tune: Arafat Mohsin
Artist: Zarin Anan Khan
Composition: Studio58
জানি আমি একা এক সত্যি সত্যি ভোর
জানি আমি এটা নয় কোনো কল্পনা
জানি আমি এটা নয় স্বপ্ন স্বপ্ন ঘোর
জানি আমি এটা কোনো দুখের কল্পনা
এভাবে কাটে যদি কেটে যাক না
এ শহর খুজে পাক যাযাবর পাখনা
কিছূ মেঘ আবেগে গায়ে মেখে থাক না
কিছু মেঘ আকাশে সূদূরে হারাক না
এভাবে কাটে যদি কেটে যাক না
এ শহর খুজে পাক যাযাবর পাখনা
কিছূ মেঘ আবেগে গায়ে মেখে থাক না
কিছু মেঘ আকাশে সূদূরে হারাক না
ভেবে দেখো এভাবে কাটে যদি দিন
ভেবে দেখো হাতে হাতে স্বপ্ন রঙ্গিন
ভেবে দেখো হেটে যাওয়া সাথে দূর
ভেবে দেখো প্রিয় গানে বাধা প্রিয় সুর
এভাবে কাটে যদি কেটে যাক না
এ শহর খুজে পাক যাযাবর পাখনা
কিছূ মেঘ আবেগে গায়ে মেখে থাক না
কিছু মেঘ আকাশে সূদূরে হারাক না
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: