Kalponik Prem by Tahsan





Song: Kalponik Prem [কাল্পনিক প্রেম]
Singer: Tahsan
Album: Utsorgo [উৎসর্গ]



আমার স্বপ্নের রাজকন্যা তুমি
তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি
আমার গল্পের নায়িকা তুমি
তোমার গল্পে অদৃশ্য আমি
আমার কবিতার শেষ লাইন তুমি
তোমার কবিতায় কোথাও নেই আমি
এ যে এক অদ্ভুত প্রেম
এ যে এক কাল্পনিক প্রেম
এ যে এক অদ্ভুত কাল্পনিক প্রেম ....

যে গল্প করি আমি দিনরাত গানের সাথে
সে গল্প করি আমি দিনরাত মনের সাথে
সারাটি গানজুড়ে আছ তুমি ছড়িয়ে
তোমার কোন গানে আমি আছি কিনা সন্দেহ
যেই রাজকন্যার কথা বলছি এই গানের সুরে
সেই কন্যা নিছক ছবি ছাড়া কিছু নয় ।
এ যে এক অদ্ভুত প্রেম
এ যে এক কাল্পনিক প্রেম
এ যে এক অদ্ভুত কাল্পনিক প্রেম

0 comments: